শাহজাদপুরে পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু 

আপডেট: August 26, 2025 |
inbound4208858817373700815
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরে গোসল করতে নেমে যুবকের  মৃত্যু। ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার করলো রাজশাহীর ডুবারু দল।

জানা গেছে,উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল উত্তরপাড়া গ্রামের বুধা ফকিরের ছেলে মোন্নাফ (৩০) গত রবিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে তার ছেলে ও মায়ের সাথে গোসল করতে নামে।

হঠাৎ করেই তিনি পানির নিচে তলিয়ে যায়।তখন তার ছেলে ও মায়ের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তখন এলাকাবাসি জাল ফেলেও মোন্নাফের লাশ উদ্ধার করতে পারেনি।

এক পর্যায়ে স্থানীয় ফাঁয়ার সার্ভিসে খবর দিলে রাজশাহী থেকে ডুবরী দল  সোমবার সন্ধায় তার লাশ পুকুর থেকে উদ্ধার করে।

এ সময় হাজার হাজার মানুষ ভীড় জমায়।মোন্নাফের দুই ছেলে দুই মেয়ে স্ত্রী ও মাসহ অসংখ্য গুণীজন রেখে যান।এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থলে শাহজাদপুর থানার উপপরিদর্শক শাহ আলম উপস্থিত হয় তথ্য সংগ্রহ ও সুরতহাল তৈরি করেন।

Share Now

এই বিভাগের আরও খবর