জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

আপডেট: August 27, 2025 |
inbound5475392593778112467
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে জয়পুরহাট অঞ্চলের সদর শাখা অফিস সহ ১০ টি শাখা অফিসে মোট ১৩৯ জন গ্রাহকের মাঝে ১ লাখ ৩৯ হাজার তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা বিতরণ করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম।

মাছের পোনা বিতরণের সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার সরকার আঞ্চলিক ব্যবস্থা( দাবি) জয়পুরহাট ১ অঞ্চল এবং মৎস্য কর্মকর্তা জয়পুরহাট  সদর ও সদর অফিসের এলাকাবস্থা ( দাবি) ও শাখা ব্যবস্থাপকসহ অন্যান্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর