বগুড়ায় আজিজুল হক কলেজে ছাত্রশিবির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট: August 27, 2025 |
inbound4217328067356173051
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে

২৭ আগস্ট (বুধবার) বেলা ১২ টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ রাষ্ট্রবিজ্ঞন অডিটোরিয়ামে আনার্স ১ম বর্ষ(২০২২-২৩) সেশনের পরিক্ষার ফলাফলের ভিত্তিতে ১ম,২য়,ও ৩য় মেধা স্হান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি আজিজুজ হক কলেজ শাখার ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেক্রেটারি তামিম হাসান সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন ইফসুর সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা প্রফসার ড.মোস্তফা ফয়সাল পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফসার মোঃ শওকত আলম মীর,উপাধ্যক্ষ প্রফেসার মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসার টিপু সুলতান।কলেজ শাখার ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে আজিজুল হক কলেজের ২০২৩ সালের ৮১ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর