সারিয়াকান্দিতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি : “গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ”এ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, (১ সেপ্টেম্বর) ২০২৫ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে সারা বাংলাদেশে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ মিছিল উদযাপন করে।
তারই ধারাবাহিকতার অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় থানা বিএনপি ও পৌর বিএনপি’র উদযোগে (৩ সেপ্টেম্বর)সকাল ১১টায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: শরিফুল ইসলাম হিরার সঞ্চালনায়,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং মোঃ তাহেরুল ইসলাম পাঞ্জাবের আমন্ত্রণে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম (বাদশা)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলার বিএনপি’র সভাপতি এ. কে. এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম বাদশা, জেলা বিএনপি’র সহ- সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড.নূর এ আজম বাবু,বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভিপি সহিদ – উন- নবী সালাম ও ভিপি কে.এম.খায়রুল বাশার,জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আবু হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রশিদ সন্ধান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর হাসান পলাশ প্রমুখ। প্রধান অতিথি বলেন- আর যেন বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে না পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ গ্রহণ করে।