বগুড়ায় ধর্ষণ মামলার আসামী জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

আপডেট: September 6, 2025 |
inbound6002703086374041582
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর থানাধীন বেড়াগাড়ী পোয়াল গাছা এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ জহুরুল ইসলাম (৪১)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়া।

র‍্যাব সূত্রে জানা যায়, বাদিনী মোছাঃ চামেলী বেগম (৩০), এর বড় মেয়ে মোছাঃ জান্নাতী আক্তার (১৩), বগুড়া সদর থানাধীন ঠনঠনিয়াস্থ আল অহি ন্যাশনাল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে লেখাপড়া করে।

ভিকটিম মোছা জান্নাতী আক্তার গত ২৮ আগস্ট সকালে অনুমান ১০ টার দিকে গাবতলী থানাধীন সুখানপুকুর ভাংঙ্গিরপাড়াস্থ বাদিনীর বাবার বাড়িতে বেড়াতে যায়।

গত ৩০ আগস্ট বিকাল আনুমান ৩টার দিকে নিজ বাড়িতে আসার জন্য সুখানপুকুর সিএনজি স্ট্যান্ডের উদ্যেশ্যে বের হয়।

পরবর্তীতে ভিকটিম বাড়ীতে না আসায় মামাবাড়ী ও আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে গোঁজা খুজি করে না পেয়ে একই তারিখ গাবতলী মডেল থানায় একটি নিখোঁজ সংক্রান্তে জিডি করে। যাহার নম্বর-১৫৩৩।

পরবর্তীতে গত ৩১ আগস্ট পুলিশের সহযোগীতায় ভিকটিম মোছাঃ জান্নাতী আক্তারকে বগুড়া সদর থানাধীন সাবগ্রাম এলাকা হতে উদ্ধার করা হয়।

পরে তার কাছ থেকে জানতে পারে যে, উক্ত মাদ্রাসার পরিচালক মোঃ জহুরুল ইসলাম (৪১), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-বেড়াগাড়ী থানা- শাজাহানপুর, জেলা-বগুড়া গত ৩০/০৮/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ১৫.০০ খাঁটিকার সময় গাবতলী থানাধীন সুখানপুকুর ইউপির অন্তর্গত ভাংঙ্গিরপাড়া গ্রামস্থ ভাংঙ্গিরপাড়া জামে মসজিদ এর সামনে হতে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অজ্ঞাতনামা সিএনজি যোগে অপহরণ করে বগুড়া সাবগ্রামস্থ অজ্ঞাত নামা বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া জেলার গাবতলী থানায় এজাহার নামীয় ০১ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

উক্ত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১২ বগুড়া, আসামীকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বেড়াগাড়ী পোয়াল গাছা নিজ বাড়িতে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহার নামীয় ০১নং পালাতক আসামী মোঃ জহুরুল ইসলাম অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২,বগুড়ার একটি চৌকস আভিযানিক দল ৫ সেপ্টেম্বর রাত্রি আনুমানিক ২টার দিকে উক্ত স্হানে অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহার নামীয় ০১নং পলাতক আসামী মোঃ জহুরুল ইসলামকে একটি অ্যান্ডয়েড মোবাইল ফোন দুটি সিমসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত পালাতক আসামী জহরুল ইসলাম বগুড়ার শাজাহানপির থানার বেড়াগাড়ী গ্রামের মোঃ গোলাম মোস্তফা এর ছেলে।

র‍্যাব-১২,বগুড়ার কোয়াড্রেন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপিরের পর বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর