শতভাগ অনুকূলে ভোটের পরিবেশ: ইসি আনোয়ারুল

আপডেট: September 7, 2025 |
inbound1412610821404295092
print news

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

দেশজুড়ে ভায়োলেন্স চলছে তারপরও নির্বাচনের পরিবেশ অনুকূলে কীভাবে- জানতে চাইলে ইসি আনোয়ারুল বলেন, ভোট না হওয়ার মতো প্রতিকূল কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। কোনো অনিশ্চয়তা আছে কমিশন মনে করে না।

বাইরে অনেকে প্রশ্ন তুলেছেন সময়মতো ভোট হবে কি না- বিষয়টি নজরে আনলে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে। আশা করছি, সময়মতো নির্বাচন হবে।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগ রাখা হবে। মাসের মধ্যে চূড়ান্ত হবে।

সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর