জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ঐক্যমত্যে কমিশন

আপডেট: September 11, 2025 |
inbound379454909021748732
print news

জাতীয় ঐক্যমত্য কমিশন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তৃতীয় দফায় বৈঠক শুরু করেছে।

বৈঠক শুরু হয় সকাল সাড়ে ১১টায়।

এর আগে দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখানে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি হয়। এসব প্রস্তাবের ভিত্তিতে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ, যা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

তবে সনদ সই হওয়ার পরও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সনদ কার্যকর হয়নি। কমিশন জানিয়েছে, বাস্তবায়নের পদ্ধতি সনদের অংশ হবে না; এ বিষয়ে আলাদা সুপারিশ দেওয়া হবে।

ঐকমত্য কমিশন ইতোমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেছে এবং রাজনৈতিক দলগুলোর লিখিত মতামতও গ্রহণ করেছে। এসব মতামত সমন্বয় করে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে—সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ জারির সুপারিশ করা হবে, আর সংবিধান-সম্পর্কিত নয় এমন প্রস্তাব বাস্তবায়ন করা হবে অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে।

বৈঠকের সূচনা বক্তব্য দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর