২ নেতাকে বহিষ্কার করল বিএনপি

আপডেট: September 13, 2025 |
inbound302405304383944471
print news

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বহিষ্কৃতরা হলেন—ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রথমে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হলেও, নিজেকে সংশোধন না করায় পরবর্তীতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, দুই নেতার বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া সভাপতি মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল উরফে পিচ্চি হেলালের সহযোগী হিসেবে যুক্ত আছেন।

দলীয় সূত্রের বরাতে জানা যায়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর