খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অর্থ বিতরণ আলোচনা সভা


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থ অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকার সময় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের হল রুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শাহজাদপুর উপজেলা শাখার উক্ত ফাউন্ডেশনের খাদেম পারভেজ আক্তারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের বৃহত্তর উত্তরবঙ্গের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ছায়েদুল ইসলাম ভূঁইয়া রোমেল।
আরো উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উত্তরবঙ্গের উপ-প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ,খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের সদস্য আলাউল হক সূর্য,খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের সদস্য আবির আরমান রীতু,বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক,
সাধারণ সম্পাদক নবি নেওয়াজ,খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উল্লাপাড়া উপজেলা শাখার খাদেম ছাইদুর রহমানসহ
শাহজাদপুর ও উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে,হাঁস মুরগী ছাগল পালনের জন্য ৬ টি পরিবারের মাঝে ১৫ থেকে ১৬ হাজার টাকা করে ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।