জাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের জাবি উপাচার্যের অভিনন্দন

আপডেট: September 14, 2025 |
inbound4951376351152188789
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, জাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেটি পূরণ হলো।

শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।

১৯৭১ ও ২০২৪-এর চেতনা ধারণ করে নতুন নেতৃত্ব শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি গণতান্ত্রিক, সমন্বিত ও নিরাপদ ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠনমূলক যেকোনো প্রয়াসে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি প্রত্যাশা জানিয়ে উপাচার্য বলেন, দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে তারা দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ সমুন্নত রাখবেন।

এছাড়া নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশন, প্রার্থী, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য।

Share Now

এই বিভাগের আরও খবর