জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ

আপডেট: September 19, 2025 |
inbound3786399481108994325
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে চিকিৎসাসেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান।

আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নেন।

পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন (রাসেল) বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর