জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট: September 19, 2025 |
inbound2123344081046977209
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে ও স্থানীয় সানরাইজ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানাগেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ  আব্দুল করিম।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাসনিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি।

শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী একরামুল ইসলামের গোয়ালঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর একরামুল পালিয়ে যায়। তবে স্থানীয়রা তার বাড়ির এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে একরামুলের স্ত্রীসহ আরও এক নারীকে আটক করে পুলিশ।

এদিকে, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বলেন, ‘শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর