বগুড়ায় ভাই ভাই পলিমার কারখানার দুই লাখ টাকা জরিমানা

আপডেট: September 19, 2025 |
inbound8339357341784967278
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ র‍্যাব-১২ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া কর্তৃক মোনাইল কোর্ট পরিচলনা করে বগুড়া জেলার কাহালু থানাধীন ভাগদুগড়া, মুরুইল ভাই ভাই পলিমার কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করায় ২,০০,০০০(দুই লাখ) টাকা জরিমানা করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা অনুমানিক সোয়া ৭ টার দিকে র‍্যাব-১২, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমদ, এটিসি এবং আব্দুল্লাহ আল মামুন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এর নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল সহ বগুড়া জেলার কাহালু থানাধীন ভাগদুগড়া, মুরুইল ভাই ভাই পলিমার কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধ করার অভিযোগ কারখানার মালিক হেলাল শেখ (৩২), পিতাঃ,আয়নাল শেখ, গ্রামঃ পালশা চৌকির পাড়া, থানাঃ সদর, জেলা বগুড়াকে ২,০০০০০।- ( দুই লাখ) টাকা জরিমানা আদায়পূর্বক খালাস প্রদান করা হয় এবং উক্ত পরিমার কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করার সময় ১৪৯৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন, ২৪৮ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল, বুশ-৩০টি এবং সিলিন্ডার ১৪টি জব্দ করা হয়।

মামলা নং ১১৫/২৫-ধারা – বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত-২০১০) এর ৬( ক)।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমদ জানান, র‍্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর