বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

আপডেট: September 20, 2025 |
inbound6965191274939123589
print news

এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর! কামরাঙ্গীরচরে বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তার বাগদান সম্পন্ন হয়।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হান্নান মাসউদ সৌদি আরবে গেছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন, পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষীপুরের বাসিন্দা। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) ও মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্ম নেওয়া আবদুল হান্নান মাসউদ ২০২৩ সালে রাজনীতিতে প্রবেশ করেন।

তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে রাজনীতির ময়দানে নামেন এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখেন।

বর্তমানে তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর