বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই

আপডেট: September 20, 2025 |
inbound6799782459296654692
print news

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। রংপুরগামী পাথরবোঝাই ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। চালক ও তার সহকারী নিহত হয়েছে।

চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সহকারী ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই জনই টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা। মিনহাজ পাতালকান্দি গ্রামের, আর ইমরান একই উপজেলার স্থানীয় বাসিন্দা।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, “দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রংপুর–বগুড়া মহাসড়কের মতো ব্যস্ত হাইওয়ে এলাকায় দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা দাবি করছেন, সড়কে যথাযথ সতর্কতা ও সাইনবোর্ডের অভাবে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি।

Share Now

এই বিভাগের আরও খবর