ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

আপডেট: October 23, 2025 |
inbound2526101300044671112
print news

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়েছে বাংলাদেশ।

এর আগে মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য। এ ছাড়া ৮০ রান করেছেন সাইফ। জবাবে ৩০ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতে জয়ের জন্য ২৯৭ রানের বড় টার্গেটে দেখেশুনে খেলার চেষ্টা করেন দুই ক্যারিবীয় ওপেনার। তবে স্কোরবোর্ডে ৪৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। ইনিংসের ১৯তম ওভারে দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে শাই হোপের দল। সেই দুটিই নেন রিশাদ হোসেন। তখন দলের রান ৬৩।

৮২ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পান রিশাদ। যা সিরিজে রিশাদের ১২তম উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল আরাফাত সানির, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০টি।

এরপর বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার। আকিল হোসেনের ২৭ রান শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।

এদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে আর বাংলাদেশ রয়েছে দশে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৯।

Share Now

এই বিভাগের আরও খবর