তরুণ ব্যারিস্টারের ভূমিকায় নুসরাত ফারিয়া

আপডেট: November 4, 2025 |
boishakhinews 8
print news

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকা ও কলকাতা—দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত মুখ। অভিনয়, উপস্থাপনা, নাচ কিংবা গ্ল্যামার—সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন এই তারকা। বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

সত্য ঘটনা অবলম্বনে রায়হান খান নির্মাণ করছেন ‘ট্রাইব্যুনাল’। নারী ও শিশু নির্যাতন (২০০১) আইনের একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এটি। এই কোর্টরুম ড্রামায় নুসরাত ফারিয়াকে তরুণ ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে; যে সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন।

ফারিয়া বলেন, “গল্পটি প্রথম পড়েই বুঝেছিলাম—এটি আমার করা দরকার। চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। একজন অভিনেত্রীর জীবনে এমন চরিত্র খুব বেশি আসে না। আমি চাই, দর্শকরা আমাকে এই চরিত্রে নতুনভাবে দেখুক।”

কিছুটা ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, “আমি সবসময় এমন কাজ করতে চাই যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক জোগায়। ‘ট্রাইব্যুনাল’ সেই ধরনেরই একটি গল্প।”

সিনেমার শুটিং চলছে চট্টগ্রামে, এরপর হবে ঢাকা ও এফডিসিতে। এতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সাবেরি আলম। আগামী ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে নির্মাতা সংস্থা।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও সক্রিয় ফারিয়া। সম্প্রতি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান রেকর্ড করেছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর