নির্বাচনের জন্য ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট: November 4, 2025 |
inbound4351520834138431287
print news

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে সারাদেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্য প্রশিক্ষণ শেষ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চ্যালেঞ্জ, ভোটিং, নির্বাচন কেন্দ্রের বিধি-বিধান শেখানো হয়েছে। এই প্রশিক্ষণে অডিও, ভিডিওসহ সমস্ত বিধি-বিধান, বডিঅন ক্যামেরার ব্যবহার অত্যাধুনিকভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরীক্ষিত হবে।

প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলাই নির্বাচনী প্রশিক্ষণের মূল লক্ষ্য।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটকেন্দ্র নিরাপত্তা, সংঘাত নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ নির্দেশনা পেয়েছেন।

নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও জোর দেয়া হয়েছে।

এর আগে পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে।’

আইজিপি বলেন, ‘আমরা ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের নির্বাচনে চ্যালেঞ্জ, ভোটিং, নির্বাচন কেন্দ্রের বিধি-বিধান শেখানো হবে। হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

নির্বাচনে ১ লাখ ৫০ হাজার পুলিশ মোতায়েন হবে। গত নির্বাচনে ছিল ১ লাখ ৪৩ হাজার। নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৩-৪শ’ বেড়েছে।’

পুলিশ প্রধান বলেন, ‘আগামী ১৫ জানুয়ারির মধ্যে আশা করি আমরা দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দিতে সক্ষম হবো।

এই প্রশিক্ষণে অডিও, ভিডিওসহ সমস্ত বিধি-বিধান, বডিঅন ক্যামেরার ব্যবহার অত্যাধুনিকভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। অস্ত্রের নীতিমালা মেনে অস্ত্র ব্যবহার হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর