বগুড়ায় ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট: November 4, 2025 |
inbound5292332133873667730
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর ইউনিয়নের নুনগোলায় নিজ বাড়ির সমনে ধানক্ষত থেকে জহুরল ইসলাম(৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

০৪ নভেম্বর (মঙ্গলবার) ভোরে বগুড়া জেলা সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় স্হানীয়রা ধানক্ষেতে লাশ দেখতে পায়।

পরে তারা থানা পুলিশের খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

নিহত জহুরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলাধীন মোখলেছুর রহমান ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় শুশুর বাড়িতেই বসবাস করতেন বলে জানা গেছে।

বগুড়া সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্হানীয়রা জানান, সোমবার(০৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন পেয়ে বের হন জহুরুল।

এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ তার মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

স্হানীয় কয়েকজন জানান, পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে এলাকায় আগে থেকেই বিভিন্ন আলোচনা ছিল। তবে তারা কেউ প্রকাশ্যে কিছু বলতে চাননি।

বগুড়া সদর থানার সার্কেল মোস্তফা মঞ্জুর জানান, এটি একটি হতাাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করাছে। খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর