দেশের সব মাদ্রাসায় গ্রামীণ করপোরেট সিম বাধ্যতামূলক ঘোষণা

দেশের ৯ হাজার ৪৩৬টি মাদ্রাসায় গ্রামীণ ফোন লিমিটেডের করপোরেট মোবাইল নম্বর সরবরাহ করেছিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করার নির্দেশনা থাকলেও অর্ধেকের বেশি প্রতিষ্ঠান এখনো নিয়মিত ব্যবহার করছে না।
এর ফলে মাদ্রাসা শিক্ষা অধিদফতর নতুন নির্দেশনা জারি করে গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ হাজার ১১৫টি মাদ্রাসা নম্বর নিয়মিত ব্যবহার করছে না। মাদ্রাসাগুলোর কারণ, তাদের আগে থেকে নির্ধারিত অফিসিয়াল নম্বর রয়েছে। সেই নম্বর ব্যবহার করে অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ রাখে প্রতিষ্ঠানগুলো।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ জানান, বোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ, পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ ও প্রেরণ, ওটিপি গ্রহণসহ সব সরকারি অফিসের সঙ্গে যোগাযোগের জন্য এই করপোরেট সিম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, করপোরেট সিম ব্যবহারে সুবিধা বেশি এবং খরচ কম, নেটওয়ার্ক সমস্যা কম হয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে সিম ব্যবহার নিশ্চিত করতে হবে।
অফিস আদেশে বলা হয়েছে, যেসব মাদ্রাসা এখনও সিম ব্যবহার করছে না, তাদের ক্ষেত্রে জরুরি যোগাযোগে সমস্যা তৈরি হচ্ছে। তাই গ্রামীণ ফোনের করপোরেট প্রি-পেইড সিম বাধ্যতামূলকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।



















