খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যা বললেন শাকিব খান

আপডেট: December 30, 2025 |
inbound7085581618271113345
print news

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে তিনি লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

শাকিব খানের পাশাপাশি বিনোদন অঙ্গনের আরও অনেক অভিনয়শিল্পী ও নির্মাতা এই আপসহীন নেত্রীর বিদায়ে শোক প্রকাশ করেছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস এক প্রতিক্রিয়ায় লেখেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো।”

বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি প্রভাবশালী ভূমিকা রেখে যান।

Share Now

এই বিভাগের আরও খবর