কুষ্টিয়া -৪ এ মেহেদী রুমী ছাড়াও বিএনপি’র দুই নেতা প্রার্থী হলেন

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া-৪ (খোকসা- কুমারখালী) সংসদীয় আসনের বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ মেহেদী রুমী ছাড়াও দলটির আর দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এ আসনে জেলার সব থেকে বেশী ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে জানা গেছে, বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি ছাড়াও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিকের পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।
এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনিত প্রার্থী কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেন সহ মনোনয়ন পত্র দাখিল করেছেন অন্যান্য দলের প্রার্থীরা।
তবে বিএনপি দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি আরও দুইজন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী থাকায় কুষ্টিয়া-৪ আসনে বিএনপির অভ্যন্তরীন দ্বন্দ নিয়ে আলোচনা সমালোচনায় সরগরম চা স্টল সহ সর্বত্র।




















