বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার, আক্রান্ত ১২ লাখ মানুষ

আপডেট: April 5, 2020 |

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুইশ’র বেশি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সারাবিশ্বে ৬৪ হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় আড়াই লাখ।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৬০৮ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার উপরে।

বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর