জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি আমরা: স্পেনের প্রধানমন্ত্রী

আপডেট: April 5, 2020 |

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বলেছেন, আমরা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। দুই সপ্তাহ নির্জন ঘরে একাকী থাকা কতটা কঠিন তা আমি বুঝতে পারছি। কিন্তু এই সংকটের মুখে এছাড়া আমাদের আর কিছু করার নেই। আরও কয়েক সপ্তাহ আমাদের এই নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হবে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, আমরা প্রত্যেক পরিবারকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। যারা তরুণ তারা তাদের পড়াশোনা চালিয়ে যাও। যারা বয়স্ক মানুষ আছেন, আপনারা নিজেদের সুরক্ষিত রাখুন। আপনারা এই মুহূর্তটিতে যা করা দরকার তাই করবেন।

ইতিমধ্যে স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৭৪৪ জনে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর