মৃত্যুপুরি ইতালিতে মৃতের সংখ্যা এখন ১৬ হাজার
বিশ্বে করোনার কালো থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ হলো ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো পাঁচশ ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১৮ জনে (প্রায় ১৬ হাজার)।
মৃত্যুপুরি ইতালিতে প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন হাজার হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার তিনশ ১৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার নয়শ ৪৮ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ২১ হাজার আটশ ১৫ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জনগণকে সুরক্ষা দিতে ইতালির সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। পুরো দেশে জনগণের প্রকাশ্যে চলাচলের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চলমান লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা।
বৈশাখী নিউজ/ বিসি