যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল বাড়ছেই, ছাড়াল ১০ হাজার

আপডেট: April 7, 2020 |
print news

করোনাভাইরাসে (কোভিড-১৯) মর্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। জানা যায়, সোমবার করোনায় আক্রান্ত ৯০০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশটিতে ৩ লাখ ৫০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্য ছাড়াও বর্তমানে লুইজিয়ানা করোনাভাইরাস সংক্রমণের অন্যতম নতুন কেন্দ্র হয়ে উঠেছে। ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। বৃহস্পতিবারের মধ্যে এ অঙ্গরাজ্য ভেন্টিলেটর সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন গভর্নর।

এর আগে, রবিবার (৫ এপ্রিল) রাতে মার্কিন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ৬৩৩।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর