‘বিরাট কোহলি তিন ফরম্যাটেই সেরা’

আপডেট: April 7, 2020 |

ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি স্পিনার তিনি। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের বিপক্ষে বল করেছেন। তার দেখা সেরা ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস। তবে সব ধরনের ফরম্যাটে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেই সেরা বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

ওয়ার্ন বলেছেন, ‘আমার দেখা সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। শচীন ও লারা আমার সময়ের দুই সেরা ব্যাটসম্যান। তবে বর্তমান সময়ে সব ধরনের ফরম্যাটে বিরাট কোহলিই সেরা।’

কোহলিকে ‘সার্টিফিকেট’ দেওয়ার পাশাপাশি কিংবদন্তি অজি লেগ স্পিনার এই প্রজন্মের সেরা তিন ব্যাটসম্যানকে বেছে নিয়েছেন। তারা হলেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ, বিরাট কোহলি এবং কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩০ বছর বয়সী স্টিভ স্মিথ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারিয়েছিলেন। তবে ওয়ার্ন মনে করেন, এখনও নেতৃত্ব দিতে পারেন স্মিথ।

তবে কিংবদন্তি এই স্পিনারের বক্তব্য হলো, স্মিথ শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলুক। ক্যাপ্টেন্সির চাপ স্মিথের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। সেই কারণেই উত্তরসূরিদের প্রতি ওয়ার্নের পরামর্শ হলো, ‘টিম পেইন (বর্তমান অধিনায়ক) যদি নিয়মিতভাবে রান করতে পারে তাহলে তার অধিনায়কত্ব চালিয়ে যাওয়া উচিত। আমি চাই স্মিথ তার বাকি ক্যারিয়ারে শুধু ব্যাটিংয়ে মনযোগ দিক।’

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর