সৌদি রাজপরিবারে করোনার ভয়াল থাবা
প্রাণঘাতি করোনা ভাইরাস মানছে না জোয়ান-বুড়ো আর ধনী-গরীবের ব্যবধান। অবিশ্বাস্য গতিতে করোনা হানা দিচ্ছে সর্বত্র। করোনা এবার ছোবল হানলো সৌদি রাজপরিবারে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি আরবের রাজপরিবারের কমপক্ষে ১৫০ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা দেয়ার জন্য ইতিমধ্যে বিলাসবহুল হাসপাতালে ৫০০টির মত বেড প্রস্তুত রাখা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ওই হাসপাতালগুলোতে সৌদি সরকারের পক্ষ থেকে হাই এলার্ট বার্তা পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুলআজিজ আল সৌদ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
করোনা আতঙ্কে সৌদি বাদশাহ সালমান, ৮৪, নিজেকে জেদ্দা শহরের কাছে এক প্রাসাদ দ্বীপে নিজেকে আইসোলেশনে রেখেছেন। তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ৩৪, একই উপকূলে দুর্গম স্থানে নিজ মন্ত্রীদের সাথে অবস্থান করছেন।
ওয়ার্ল্ডমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২২ জন। মারা গেছেন ৪১ জন।
বৈশাখী নিউজ/ বিসি