দেশে করোনায় আরো একজনের মৃত্যু,নতুন শনাক্ত ১১২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো একজনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছে ১১২ জন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের পক্ষে ব্রিফ করেন পরিকল্পনা ও উন্নয়নের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। এতে অনলাইনে সরাসরি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এমন শনাক্ত হয়েছে ১১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩৩০ জন। এ ছাড়া এই সময়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২১ জনের।