করোনায় ব্রিটেনে ২৪ ঘণ্টায় আরও ৭৬১ জনের মৃত্যু

আপডেট: April 16, 2020 |
print news

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর পর্যন্ত) আরও ৭৬১ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৮ জনে।

এদিকে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৫ জন। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৫ হাজার ২৫২ জন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩৪২ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৭৬ জন।

তবে স্কাই নিউজ ও দ্য সান’র খবরে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬৫১ জন, স্কটল্যান্ডে ৮৪, ওয়েলসে ৬০ এবং উত্তর আয়ারল্যান্ডে ৬ জন। মোট হিসাব করলে দেখা যায় ৮০১ জনের মৃত্যু হয়েছে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর