ইতালিতে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

আপডেট: April 16, 2020 |

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি। দেশটিতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৭৮ জন। এ নিয়ে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ৬৪৫ জনে ছাড়িয়ে গেছে।

বুধবার (১৫ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৭ জন। এনিয়ে  আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন। তবে এই একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬২ জন। সব মিলিয়ে প্রায় ৩৮ হাজার ৯২ জন সুস্থ হয়ে নিজ পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে আট বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে মোট কতজন বাংলাদেশি ইতালিতে আক্রান্ত হয়েছেন, তা জানা না গেলেও ৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটি। যদিও বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর