করোনায় সিঙ্গাপুরে আক্রান্ত ২১০০ বাংলাদেশি

আপডেট: April 19, 2020 |
print news

সিঙ্গাপুরে ২,১০০ জনেরও বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার অন্তত ৩৭৬ জন বাংলাদেশির করোনাভাইরাস ধরা পড়েছে। তাঁদের বেশির ভাগই শ্রমিক। এতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১০০ জন পার হয়েছে।

সিঙ্গাপুর সরকার প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রায় দুই মাস ধরে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা নেওয়ার পর গত বৃহস্পতিবার একজন বাংলাদেশি কর্মীর অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে এখন সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর