মার্কিন ঘাঁটি থেকে অস্ত্র ও গাড়ি ‘ছিনতাই’!

আপডেট: April 19, 2020 |

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি থেকে অস্ত্র এবং গাড়ি নিয়ে পালিয়ে গেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বেশকিছু সদস্য। তারা হোমস প্রদেশের আল-তানফ মার্কিন ঘাঁটি থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম নিয়ে পালমিরা শহরে পালিয়ে যায়। এসব সরঞ্জাম নিয়ে তারা সিরিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে।

এ সম্পর্কে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়- উগ্র সন্ত্রাসীরা মার্কিন সেনাদের গাড়ি এবং অস্ত্র নিয়ে সিরিয়ার সেনা নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মার্কিন ঘাঁটি থেকে ছিনিয়ে নেওয়া গাড়িতে আমেরিকার সেনাদের মেশিনগান ও অন্যান্য অস্ত্র বসানো রয়েছে।

সিরিয়ায় মোতায়েন একটি পশ্চিমা সামরিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। চলতি মাসের প্রথম দিকে বেশ কিছু সন্ত্রাসী মার্কিন পক্ষ ছেড়ে সিরিয়ার সামরিক বাহিনীর সাথে যোগ দিয়েছে।

সিরিয়ায় যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পতন চূড়ান্ত পর্যায়ে রয়েছে তখন এসব সন্ত্রাসী মার্কিন পক্ষ ত্যাগ করে সিরিয়ার পক্ষে যোগ দিচ্ছে।

সূত্র: পার্সটুডে

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর