করোনার বিরুদ্ধে শচীন-কোহলিদের নতুন যুদ্ধ
প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৩১ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ হাজার ২৪০ জনে। এমন পরিস্তিতিতে সবাইকে ঘরের বাইরে বেরোলে মুখে মাস্ক পড়ার বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটাররা বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের তৈরি এক ভিডিওতে এই বার্তা দিয়েছেন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি পর্যন্ত। ভারতীয় বোর্ডের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি টুইট করে সবাইকে এই ‘মাস্ক ফোর্স’-এর অংশ হতে বলেছেন।
গতকাল শনিবার ভারতীয় বোর্ড টুইট করেছে, ‘টিম ইন্ডিয়া এখন টিম মাস্ক ফোর্স।’ এর সঙ্গে জুড়ে দেওয়া হয় ক্রিকেটারদের ভিডিও। যে ভিডিওতে ভারত অধিনায়ক কোহলি বলেছেন, ‘ভারতীয় দলের অংশ হতে পারাটা একটা গর্বের ব্যাপার। তবে আজ আমরা আরো একটা বড় দল তৈরি করব। টিম মাস্ক ফোর্স।’
ভারতীয় ক্রিকেটাররা যে মাস্ক ব্যবহার করেছেন, তাতে রয়েছে বিভিন্ন চিহ্ন, নম্বর বা প্রতীক। যেমন শচীনের মাস্কের উপর লেখা রয়েছে তাঁর সেই বিখ্যাত জার্সি নম্বর-‘১০’। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মাস্কের উপর লেখা রয়েছে- ‘দাদা’।
শচীন তাঁর বার্তায় বলেছেন, ‘এগিয়ে এসো ভারত। মাস্ক তৈরি করো আর মাস্ক ফোর্সের অংশ হও। আর মনে রেখো, ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে আর সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’
এদিকে সৌরভ, বীরেন্দ্র সহবাগ, দ্রাবিড় সবাইকে বোঝাতে চেয়েছেন সরকারি নির্দেশ মানা এবং মাস্ক পড়ার গুরুত্ব কতটা।
সূত্র : আনন্দবাজার
বৈশাখী নিউজ/ এপি