যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করছেন ট্রাম্প
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রে সব অভিবাসন সাময়িকভাবে স্থগিত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন স্থগিতে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সোমবার (২০ এপ্রিল) এক টুইটে ট্রাম্প বলেন, ‘অদৃশ্য শত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে মহান মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষার প্রয়োজনে, যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছি আমি। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে সোমবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত কোভিড-১৯ রোগীও রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৭ লাখ ৭৪ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন। শুধু সোমবারই শনাক্ত হয়েছেন ২০ হাজার রোগী।
করোনা ভাইরাসের কারণে থমকে গেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। গত মাসে ২ কোটি ২০ লাখেরও বেশি মার্কিন নাগরিক বেকার ভাতার জন্য আবেদন করেছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৪ লাখ ৮১ হাজার ২৫৩ জন মানুষ। এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৬৩ হাজার ৯৭০ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৭৬৬ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
বৈশাখী নিউজ/ ইডি