নিউইয়র্কে করোনায় আরও ৪ বাংলাদেশির মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে সোমবার নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৬০ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হওয়ার সংবাদ পাওয়া গেল।
হাসপাতাল এবং স্বজনদের উদ্ধৃতি দিয়ে ৩ প্রবাসীর মৃত্যুর তথ্য জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।
ব্রুকলীনে কর্টিলিউ রোডের বাসিন্দা নোয়াখালীর সন্তান অধ্যাপক করিমুল হকের শ্যালিকা কাজী নাসরীন মোনা (৫০) মায়মনিডেস হাসপাতালে ইন্তেকাল করেছেন। এদিন ভোররাতে মৌলভীবাজার জেলা সদরের সৈয়দপুর রোড অধিবাসী শওকত হাসান চৌধুরী শোয়েব (৫৭) কুইন্স জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। এলমহার্স্ট হাসপাতালে মারা গেছেন জ্যাকসন হাইটসের সিংহ মার্কা বিল্ডিংয়ের বাসিন্দা এবং বরিশালের গৌরনদীর সন্তান সমীর দেবনাথ (৪৮)। একইদিন সকালে কুইন্সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনার কাশিনাথপুরের সন্তান সাইফুল খান বাবুল (৬৯) ইন্তেকাল করেছেন বলে তার স্বজনেরা জানান।
গত এক সপ্তাহের মধ্যে সোমবার (২০ এপ্রিল) নিউইয়র্ক সিটিতে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ৪৪৩। অপরদিকে, সোমবার সকাল ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৪৭৮ জন। এ তথ্য জানিয়ে স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো নিয়মিত প্রেস ব্রিফিংকালে বলেন, গত এক সপ্তাহের মধ্যে এটি হচ্ছে সর্বচেয়ে কম। একইভাবে হাসপাতালে ভর্তির হারও কমেছে। গভর্ণর বলেন, এই ধারা অব্যাহত থাকলে প্রত্যাশিত সময়ের মধ্যে সবকিছু পুনরায় চালুর পথ সুগম হবে।
উল্লেখ্য, ১৫ মে পর্যন্ত নিউইয়র্কে লকডাউন ঘোষণা করা হয়েছে। অপর স্টেটসমূহে ১ মে পর্যন্ত বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বৈশাখী নিউজ/ ইডি