ভারতে করোনা পরিস্থিতির আরও অবনতি, আজকের মধ্যেই আক্রান্তের সংখ্যায় ছাড়িয়ে যাবে চীনকে!

আপডেট: May 15, 2020 |

ভারতজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে এবার আক্রান্তের বিচারে চীনকেও ছাড়িয়ে যেতে চলেছে ভারত। পরিসংখ্যান বলছে, দেশটিতে মৃত্যুর মিছিল থামছেই না। ফের গত ২৪ ঘণ্টায় শতাধিক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ভারতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের।

নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭২২ জন। বৃহস্পতিবারের মৃত্যু ধরে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৯৭ জন। এরমধ্যে ২৭ হাজার ৯৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। যে হারে দেশে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চিন্তায় রয়েছে সমগ্র ভারতবাসী।

লকডাউন করেও সম্পূর্ণ আয়ত্বে নেই পরিস্থিতি। আক্রান্তের বিচারে চীনের ঠিক নীচেই রয়েছে ভারত। চীনে মোট আক্রান্ত যেখানে ৮২ হাজার ৯৩৩ জন। সেখানে ভারতে পেরিয়ে গেল ৮১ হাজারের গণ্ডি।

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বাধিক রয়েছে মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে গুজরাট। গত দুদিনে ১০ শতাংশ হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

এই সপ্তাহে অর্থাৎ সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৬ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। ১১দিনে কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে সেদেশে আক্রান্তের সংখ্যা। ফলে যে হারে ভারত এগোচ্ছে শুক্রবারের মধ্যে চীনকে আক্রান্তের হারে ছুঁয়ে যাবে ভারত। তবে এপ্রিলের শুরুর দিকে চারদিনে দ্বিগুণ হচ্ছিল আক্রান্তের সংখ্যা। সেই দিকে নজর রাখলে দেখা যাবে আক্রান্ত হওয়ার গতি বেশ কিছুটা কমেছে।

বলা হচ্ছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৯ মের মধ্যে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়াবে। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার দুদিনের মধ্যে এই পরিস্থিতি হবে দেশটির। গত সাত দিনে তামিলনাড়ু, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক আক্রান্ত দেখা গেছে। নতুন করে আক্রান্তের হার এই তিনটি রাজ্যে ৭৯ শতাংশ।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর