চট্টগ্রামে দুই নারী চিকিৎসকসহ ৬১ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে দুইজন চিকিৎসক, তিন পুলিশ সদস্য রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪২৪টি। এরমধ্যে ২৫৭টি বিআইটিআইডিতে, ৭১টি সিভাসুতে, ৬৬টি চমেকে এবং ৩০টি কক্সবাজার মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ২৯ জন, সিভাসুতে ৬ জন এবং চমেকে ২৬ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ বছর বয়সী এক গাইনী বিশেষজ্ঞ ও ২৭ বছর বয়সী অপর এক নারী চিকিৎসক রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে ১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান।
গতকাল বৃহস্পতিবার ৬১ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন। এরমধ্যে মারা গেছে ২৮ জন। এদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় ১০০ জন।
বৈশাখী নিউজ/ জেপা