বিশ্বজুড়ে করোনায় ম‍ৃত‍্যু তিন লাখ ছাড়িয়েছে

আপডেট: May 15, 2020 |

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে মৃত্যু সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ লাখ ২২০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। খবর ওয়ার্ল্ডওমিটারের।

চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৪৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে যুক্তরাজ্যে ৩৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এ মহামারীতে। এছাড়া ইতালিতে ৩১ হাজারেরও বেশি মানুষ, ফ্রান্স ও স্পেনে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর