স্লোভেনিয়া করোনা মহামারির সমাপ্তি ঘোষণা করল

আপডেট: May 16, 2020 |

স্লোভেনিয়া ইউরোপের প্রথম দেশ হিসবে করোনাভাইরাস মহামারীর সমাপ্তি ঘোষণা করল। ১২ মার্চে দেশটি করোনাভাইরাস মহামারী ঘোষণা করেছিল। এ পর্যন্ত স্লোভেনিয়ায় মোট আক্রান্ত হয়েছে ১,৪৬৪ জন এবং মারা গেছে ১০৩ জন।

তবে গত ১৫ দিনে দেশটিতে দৈনিক করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৭ জনেরও কম মানুষ।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, গত দুমাস ধরে স্লোভেনিয়ায় মহামারী কমে এসেছে। ইউরোপে মহামারীর প্রেক্ষাপটে স্লোভেনিয়ার চিত্র সবচেয়ে ভালো।

মহামারীর এ সমাপ্তি ঘোষণার ফলে করোনাভাইরাসের কারণে সঙ্কটে পড়া নাগরিকরাসহ বিভিন্ন প্রতিষ্ঠান যে আর্থিক সাহায্য পেয়ে আসছিল তা মে মাসের শেষ থেকে তারা আর পাবে না।

উঠে যাবে অনেক বিধিনিষেধও। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার স্বার্থে নাগরিকদেরকে মাস্ক পরা, দূরত্ব রক্ষা করা, হাত ধোয়াসহ সব সতর্কতামূলক পদক্ষেপই মেনে চলতে হবে।

ইইউ এর বাইরের দেশগুলো থেকে যারা স্লোভেনিয়ায় যাবেন তাদের জন্য অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম বহাল থাকছে। কেবল কূটনীতিক এবং পণ্য বহনকারীরা এ ক্ষেত্রে ছাড় পাবেন।

স্লোভেনিয়ায় গত ২০ এপ্রিল থেকেই লকডাউন শিথিল হতে শুরু করে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর