আবর আমিরাতের মতো বাংলাদেশেও অপরাধীদের বিচার হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট: July 27, 2024 |
inbound6576377409404451548
print news

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সংযুক্ত আবর আমিরাতে সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সাক্ষ্যপ্রমাণ নিয়ে সেভাবে তাৎক্ষণিক বিচার হয়েছে, ঠিক বাংলাদেশেও এমন অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে মাদারীপুরের খাদগী এলাকায় নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিলাসবহুল বাস ও তেলের পাম্প পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান ও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এসব সন্ত্রাসীদের চেহারা ধরা পড়েছে। দেশের মধ্যে জঙ্গি কোথায় লুকিয়ে আছে, সেটা বলা যায় না। দৃশ্যমান জঙ্গি নিস্ক্রিয় করা হয়েছে। গর্তের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের বিদেশি মদতদাতা রয়েছে। বিদেশি প্রভুদের মদতে যে ধ্বংসযজ্ঞ হয়, সেগুলো একবারে নির্মূল করা সম্ভব হয় না। ভালো মানুষ তারা ভালো চিন্তা করে। খারাপ মানুষের চিন্তা মন্দ হয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বিগত দিনে জামায়াত-শিবিরের আন্দোলন যেভাবে শাজাহান খান এমপি প্রতিহত করেছেন, সেই ক্ষোভেই শ্রমিক নেতা শাজাহান খানের মালিকানাধীন যানবাহন ও তেলের পাম্প পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। যে যানবাহনে সাধারণ জনগণ চলাচল করে, এগুলো স্বাভাবিক মানুষ কখনই ক্ষতি করতে পারে না। এটা প্রতিহিংসার জের, এতে কোনো সন্দেহ নাই। ১৯৭১ সালে যেভাবে পাক হানাদার বাহিনীদের সঙ্গে এদেশের দোসর রাজাকার, আলবদর, জামায়াত-শিবির যেভাবে তাণ্ডব চালিয়েছে, ঠিক তেমনি কোটা আন্দোলনের নামের যে ঘটনা, ১৯৭১ সালের হুবহু মিল রয়েছে। এ হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ও শুক্রবার কোটা সংস্কারের দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদে ব্যাপক ভাঙচুরের চালায় দুর্বৃত্তরা। তেলের পাম্প, সার্বিক বাস ডিপো, পুলিশ ফাঁড়ি ও পৌর মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আগুন ধরিয়ে দেয় নাশকতাকারীরা।

Share Now

এই বিভাগের আরও খবর