ঈদে তুরস্কে দেশব্যাপী লকডাউন চলছে
তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৫৫ হাজার ছয়শ ৮৬ জন এবং মারা গেছে চার হাজার তিনশ আটজন।
গত ১১ মার্চ সে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই প্রথম দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটিতে করোনা যেন ছড়াতে না পারে, সেজন্য চারদিনের লকডাউন চলছে সে দেশে।
তুরস্কের ৮১ প্রদেশে গত শুক্রবার মধ্যরাত থেকেই কারফিউ চলছে। মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র রমযান মাসে রোযা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করছে তারা। এরই মধ্যে করোনা সংক্রমণ যেন বেড়ে না যায়, সে কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা বলেন, শনিবার পর্যন্ত এক লাখ ৫৫ হাজার ছয়শ ৮৬ জন আক্রান্ত এবং চার হাজার তিনশ আটজন করোনায় মারা গেছে।
তার পরেও এতোদিন কেবল ৩১ টি প্রদেশে লকডাউন ছিল। ৬৫ বছরের ঊর্ধ্বে এবং ২০ বছরের কম বয়সীদের বাইরে বের হওয়ার ব্যাপারে আগে থেকেই কড়াকড়ি ছিল। এখন চারদিনের জন্য সারাদেশে লকডাউন চলছে।সূত্র : তার্কিশ মিনিট
বৈশাখী নিউজ/ জেপা