যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯৮ হাজার ছাড়িয়েছে

আপডেট: May 24, 2020 |
print news

করোনা মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্ত রোগী আর মৃত্যু বেড়েই চলছে। ওয়াল্ডোমেটারের সর্বশেষ হিসাবে বিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৫৪ লাখ ৭ হাজার ৪১৯ জন। আর মৃত্যু ঘটেছে ৩ লাখ ৪৪ হাজার ২৫ জনের। এর মধ্যে সুস্থতার হার ৮৭ শতাংশ এবং মৃত্যুর হার ১৩ শতাংশ। এতোদিনে সুস্থ হয়েছে ২২ লাখ ৪৮ হাজার ৩৬৬ জন।

বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু ঘটেছে ৯৮ হাজার ৬৮৩ জনের। অর্থাৎ আর দুএকদিনের মধ্যেই দেশটিতে মৃত্যু ১ লাখ স্পর্শ  করবে। গত ২৪ ঘন্টায়  যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ৩৬ জন, আর আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯২৯ জন।

বিশ্বে এখন আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ১১৩ জন। মারা গেছে ২২ হাজার ১৬৫ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে এগিয়ে রয়েছে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য ও ইতালি।সূত্র: ওয়াল্ডোমেটার

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর