নিউ ইয়র্ক টাইমসের ৪ পাতা জুড়ে শুধু মৃতদের নাম

আপডেট: May 25, 2020 |
print news

রোববারের নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা। কোনও খবর নেই, ছবি নেই, নেই কোনও বিজ্ঞাপনও। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সারি সারি নাম। সঙ্গে বয়স আর এক লাইনে পরিচয়। রোমি কোন, ৯১, ‘গেস্টাপোর হাত থেকে ৫৬ জন ইহুদিকে বাঁচিয়েছিলেন।’

ফ্রেড গ্রে, ৭৫। ‘মুচমুচে বেকন আর হ্যাশ ব্রাউন খেতে ভালোবাসতেন।’

প্রথম চার পাতা জুড়ে এভাবেই করোনায় মৃত মার্কিনদের শ্রদ্ধাজ্ঞাপন করেছে সংবাদপত্রটি। আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছুঁইছুঁই। শিরোনামেও রয়েছে সেই অপরিমেয় ক্ষতির কথা।

তবে বিশেষজ্ঞদের মতে, মৃতের আসল সংখ্যাটা আরও বেশি। বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে বাড়িতেই।

কাগজের এক সহকারী সম্পাদক সিমোন ল্যানডনের কথায়, দিনের পর দিন, সপ্তাহ, মাস ধরে এই মৃত্যু-মিছিলে মানুষ ক্লান্ত। সংখ্যাটা মেনে নেওয়া কঠিন। পরিস্থিতি বোঝাতেই এই অভিনব উদ্যোগ।

অগণ্য এই হিসেবের কথা মনে করিয়ে দিয়ে ওই কাগজে প্রকাশিত একটি প্রতিবেদনে লেখক ড্যান ব্যারি লিখেছেন, ভেবে দেখুন, ১ লক্ষ মানুষের একটি শহর যেন, নববর্ষের দিনও সেটা ছিল। আমেরিকার মানচিত্র থেকে তা এখন মুছে গিয়েছে। সূত্র: আনন্দবাজা পত্রিকা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর