লকডাউনে নিয়ম ভেঙে দুঃখ প্রকাশ করলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

সময়: 7:41 pm - May 25, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে অস্ট্রিয়ায়।  লকডাউনের নিয়ম ভেঙে রাত ১১ টার পর একটি রেস্টুরেন্ট থেকেছেন সে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান ডার বেলেন। লকডাউনের নিয়ম ভাঙার জেরে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন।

জানা গেছে, মধ্যরাত পর্যন্ত রাজধানী বিয়েনার একটি রেস্টুরেন্টে ছিলেন তিনি। ইতালিয়ান ওই রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলতে বলতে রাত ১১টা পার করে ফেলেন তিনি।

আর এ ঘটনার জেরে ৭৬ বছর বয়সী ভান ডার বেলেন জাতির কাছে ক্ষমা চান। কারণ, ইউরোপের মধ্যে সে দেশে সবার আগে করোনার জেরে লকডাউনে কড়াকড়ি আরোপ করা হয়।

মে মাসের শুরু থেকেই ১০ জনের বেশি উপস্থিত হওয়া নিষিদ্ধ। জনপরিসর, শপিংমল, দোকান, বাগান গত মাস পর্যন্ত খোলা থাকলেও মে মাস শুরু হতেই কড়া নিয়ম চালু হয়।

এজন্য প্রেসিডেন্ট বলেন, সত্যিই আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা একটা ভুল। লকডাউন শুরুর পর দুই বন্ধু আর স্ত্রীকে নিয়ে প্রথমবার বের হয়েছিলাম। কথা বলতে বলতে আমরা বেশি সময় অতিবাহিত করে ফেলেছি।সূত্র : বিবিসি

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর