এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন করোনায় আক্রান্ত

আপডেট: May 26, 2020 |
print news

এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। কুতুব উদ্দিন আহমেদ শেলটেকেরও চেয়ারম্যান।

তানভীর আহমেদ জানান, কুতুব উদ্দিন আহমেদের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।

এর আগে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। মঞ্জুর ইলাহীর স্ত্রী ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাতে মারা গেছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর