করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল

আপডেট: June 3, 2020 |
print news

ভারতে ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ১৯১ জন।

এর মধ্যে মারা গেছে ৫ হাজার ৮২৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৮৫ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ১ হাজার ৭৭টি। তবে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত কয়েকদিনে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮২১ জন এবং মারা গেছে ২২১ জন। গত কয়েকদিন ধরে দেশটিতে টানা ৮ হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।

দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও আক্রান্ত ও মৃত্যু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

এখন পর্যন্ত বিশ্বের ২ শতাধিক দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান ৭ম।

এদিকে, ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে, তামিলনাড়ুতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার। সেখানে করোনায় প্রায় ২শ মানুষ প্রাণ হারিয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর