ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

আপডেট: June 3, 2020 |

করোনার প্রকোপ বেড়েই চলেছে গোটা বিশ্ব জুড়ে। এরই মধ্যে ৩০ হাজার ছাড়িয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই এখন ব্রাজিলের অবস্থান।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল ২৪ ঘন্টায় ১ হাজার ২৬২ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৯৩৬ জন। আন্তাজার্তিক জরিপ সংস্থা ওয়াল্ড ও মিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে ৩১ হাজার ৩০৯ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৮ হাজার ২৩৭ জন। মোট সুস্থ হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৫৭০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। তাদের এই আশঙ্কা সত্যি হলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত তিনগুণ বেশি হবে।

ব্রাজিলের কট্টর ডানপন্থী নেতা জেইর বলসোনারো শুরু থেকেই করোনাভাইরাসকে  হুমকিকে ছোটখাটো ফ্লু বলে আখ্যা দিয়ে আসছেন। ভাইরাসটির বিস্তার রোধে দেশটির কোনও কোনও প্রাদেশিক সরকার লকডাউন ঘোষণা করলেও এর কারণে বেকারত্ব বাড়ছে বলে কঠোর সমালোচনা করছেন তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর