করোনায় আক্রান্ত ২ হাজারের বেশি সেনা সদস্য , মৃত ১৭
আপডেট: June 8, 2020
|
বাংলাদেশে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ২ হাজার ৫৭ জন, পরিবারবর্গ ১৮৮ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জনসহ মোট ২ হাজার ৭৮৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে ১ হাজার ৩১০ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।
এক হাজার ৪৬১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এই পর্যন্ত ১৭ জন রোগী মারা গেছেন।
যারা মারা গেছেন তাদের মধ্যে ষাটের বেশি বয়স ১৪ জনের, তিনজন কর্মরত ছিলেন।
এই তথ্য পাওয়া গেছে আইএসপিআর থেকে। সূত্র : বিবিসি
বৈশাখী নিউজ/ জেপা