রাজবাড়ীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
আপডেট: June 14, 2020
|
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এখনো দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতর আটকা পড়ে আছেন এর চালক ও হেলপার। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৈশাখী নিউজ/ জেপা